পৃষ্ঠাসমূহ

ওযু করার সঠিক নিয়ম

আসসালামু আলাইকুম । আমরা যারা নামায পড়ি তারা সবাই ওযু করি । কিন্তু আমাদের ওযু কি মুহাম্মদ ( সাঃ ) এর ওযুর মত ????? বিশেষ করে আমাদের অনেকেরই নাকে পানি দেয়া , কুলি করা ও মাথা মাসাহ করা সুন্নাত সম্মত হয় না । আসুন ওযুর ফরয ও সুন্নতগুলু জেনে নেই।
হে ঈমানদারগন! তোমরা যখন নামাজের উদ্দেশ্যে ওঠ তখন তোমাদের মুখমণ্ডল এবং উভয় হাত কনুই পর্যন্ত ধৌত কর এবং মাথা মাসেহ কর এবং টাকনু পর্যন্ত ধৌত কর। {সূরা মায়েদা-৬০}
অযুর ফরজ সমূহঃ-

১- চুলের গোড়া দিকে কপালের শেষাংশ থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত

গোটা মুখ-মন্ডল ধৌত করা। [এখানে বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন যে কান এবং জুলফির মাঝের অংশটা জেনো শুকনা না থেকে যায়।]

২-দুই হাত কনুই সহ ধৌত করা।

৩-মাথার চার ভাগের এক ভাগ মাসাহ করা।

৪-দুই পা টাকনু সহ ধৌত করা।

নিজে সহিহ হাদিস মেনে চলুন ও পরিচিত সবাইকে সহিহ হাদিসের দাওয়াত দিন ।

ইমরান ( রাঃ ) হতে বর্ণিত । একদা উসমান ( রাঃ ) ওযুর পানি আনতে বললেন । অতঃপর তিনি প্রথমে দু'হাত ( কব্জি) পর্যন্ত তিনবার ধুলেন । তারপর কুলি করলেন ও নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন ,* তারপর তাঁর মুখমণ্ডল তিনবার ধুলেন । তারপর ডান হাত কনুই পর্যন্ত তিনবার ধুলেন , অতঃপর বাম হাতও ঐরূপ ভাবে ধুলেন । তারপর তিনি মাথা মাসাহ করলেন ** তারপর ডান পা ' টাখনা' ( গিরা ) সহ তিনবার ধুলেন , তারপর বাম পা ঐভাবে ধুলেন । তারপর বললেন " আমার এ ওযুর মতই ওযু করতে রাসুলুল্লাহ (সাঃ) কে দেখেছি " ।

[ সহিহ বুখারি , হাদিস নং ১৫৯ ]