পৃষ্ঠাসমূহ

ভুলের বাইরে মানুষ নেই

ভুলের বাইরে মানুষ নেই, তাই অকপটে একথা স্বীকার করছি যে, কাজে অনেক ত্রুটি রয়েছে, কাজে অনেক ত্রুটি থাকতে পারে। তদুপরি আছে সময়ের অভাব, আছে অনেক ব্যক্তিগত সীমাবদ্ধতা, আরো আছে অন্যান্য অনেক সীমাবদ্ধতা, তাই হয়তো আরো ভালো সেবা দেয়া সম্ভব ছিলো, কিন্তু দিতে পারিনী। প্রতিটি পিডিএফ প্রকাশের আগে পৃষ্ঠা নং পরীক্ষা করে
নেয়া হয়েছে, এযাবত কোনো পৃষ্ঠা বাদ যাবার সমস্যা দৃষ্টিগোচর হয়নি, তবে থাকা অসম্ভব নয়। স্কানের পর পৃষ্ঠার অতিরিক্ত অংশ কর্তন, ব্রাইটনেস ও কন্ট্রাস্ট ঠিক করা হয়েছে, তারপরেও কিছু পিডিএফ এ ব্রাইটনেস ও কন্ট্রাস্ট পুরোপুরি সঠিক করা যায়নি সময়ের কারনে। আমি/আমরা আপনাদের ক্ষমাপ্রার্থী, আমাদের ভূল-ভ্রান্তীর জন্যে,
ক্ষমাপ্রার্থী আমাদের সীমাবদ্ধতার জন্যে। আমাদের সাধ্যানুযায়ী আমরা (আমরা বলতে শুধুমাত্র আমি এডমিনিষ্ট্রেটরকে নয়, আমার প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্যকারীই নয়, যারা তাদের বইগুলি দিয়েছেন আপনাদের কাছে পৌছবার জন্যে তাদেরও বোঝায়) চেষ্টা করেছি আপনাদের কাছে বইগুলি দেবার জন্যে, নানা সময়-অসময়ে, ভালো-মন্দ মানের পিডিএফ দিয়ে। হয়তো এটা
উদসাহী করবে আরো অন্য কোনো ব্যক্তিকে, ব্যক্তি সমস্টিকে, প্রতিষ্ঠানকে, তাদের মাধ্যমে হয়তোবা আমরা আরো ভালো মানসম্পন্ন সেবা পাবো। সে আশাই আমরা করছি। প্রার্থনা এই যে আমরা যেন আমাদের কার্য পুরোটাই সমাধা করতে পারি। আমাদের সাথে ও পাশে থাকবেন আশা করি, সবাই ভালো থাকবেন।