♥♥আল্লাহর একত্ববাদ

তাওহীদ অর্থ – এক করা, একএে করা,একত্বে বিশ্বাস করা,একত্বের ঘোষনা করা। তাওহীদ ৩ প্রকার তাওহীদ আর রবূবীয়্যাহ - দৃঢ়তার সাথে এ কথা নিশ্চিতভাবে ঘোষনা করা যে, আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার কর্তৃত্ব ও ক্ষমতায় কোন অংশীদার নেইতাওহীদ আল আসমা ওয়াছ ছিফাত - দৃঢ়তার সাথে এ কথা নিশ্চিতভাবে ঘোষনা করা যে,আল্লাহ
নাম,শ্রেষ্ঠত্ব,মহত্ব ও সৌন্দর্যসহ যাবতীয় গুনাবলীতে আল্লাহ তায়ালা এক ,একক এবং নিরংকুশভাবে পূর্নতার অধিকারী।এ ক্ষেএে কোন ভাবেই কেউ তার অংশীদার হতে পারে না।তাওহীদ আল ইবাদাহ -  দৃঢ়তার সাথে এ কথা নিশ্চিতভাবে ঘোষনা করা যে,এক মাএ আল্লাহই ইবাদত পাওয়ার যোগ্য।রাসুল বা সাহাবী গন তাওহীদকে বিভিন্ন
শ্রেনীতে বিভক্ত করেন নি কারন বিশ্বাস তথা ইমানের এমন ধরনের একটি মূলনীতিকে চুলচেরা বিশ্লেষন করার প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভুতি হয়নি।তথাপি,কোরআন,রাসুল সাঃ ও তার সাহাবাগনের ব্যাখ্যামুলক বর্ননা দ্বারা তাওহীদের শ্রেনীবিভাগগুলোর ভিত্তিমুল দৃঢ়ভাবে ষ্হাপিত হয়েছে।
Photobucketমিশর , বাইযান্টাইন , পারশ্য ও ভারতে ইসলাম প্রচারিত হওয়ার পর এ সব এলাকার সংষ্কৃতিকে আত্নীভুত করার ফলে তাওহীদের মৌলিক তও্বসমুহ ব্যাপকভাবে ব্যাখ্যা ও বিশ্লেষনের প্রয়োজনীয়তা দেখা দেয়।এ সব এলাকার জনগণ যখন ইসলামের ছায়া তলে আশ্রয় নেওয়া শুরু করে,তখন তারা ইসলাম গ্রহনের পূর্বে তাদের ধারনকৃত বিশ্বাসের কিছু অংশ স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে বহন করেছে।নতুন ধর্মান্তরিত তথা নও-মুসলিম এ সব ব্যাক্তিগনের মধ্য থেকে কিছু কিছু ব্যক্তি তাদের লেখায়,কথা – বার্তা এবং বক্তৃতায় সৃষ্টিকর্তা সম্পর্কে তাদের দীর্ঘদিনের লালিত বিভিন্ন প্রকারের নিজস্ব দার্শনিক মতবাদ ইসলামের সঙ্গে জড়িয়ে প্রকাশ করা শুরু করলে বিভ্রান্তী মাথাচাড়া দিয়ে উঠে।পৃথিবীতে প্রচলিত বাতিল ধর্মমত এবং বিশেষ করে গ্রীক দর্শন শাস্ত্রের কু-প্রভাবে মুসলিমদের ঈমান ও আক্বীদায় বিভ্রান্তির মায়াজাল ছড়িয়ে পড়ে।ফলে পক্ষান্তরে  ইসলামের বিশুদ্ধ ও নির্ভেজাল একত্বের বিশ্বাস তাওহীদের উপর আক্রমনের সুএপাত ঘটে।
ইংরেজী – ড আবু আমীনাহ বিলাল ফিলিপস
international islamic publishing house (IIPH) 2006
রিয়াদ , সৌদিআরব
বাংলা – ইন্জিঃ মুহাম্মাদ হাছান

The Fundamentals of Tawheed Bangla

Download it

Photobucket
Source – http://islamiboi.wordpress.com/2010/12/29/the-fundamentals-of-tawheed/

(নিস্চয় ভাল কাজ মোমিন মানুষের লক্ষন।এইগুলো মানুষের কাছে পৌছে দিয়ে কিছু সওয়াবের অধিকারি হন।দয়া করে পেজটি শেয়ার করতে ভুলবেন না ভাই ও বোনেরা ধন্যবাদ )