♥♥ আপনি কি কম্পিউটারে আরবি লিখতে চান?

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান। মুসলমানদের প্রধান ধর্মীয় কিতাব হলো আল কুরআন। কুরআনুল কারিমের ভাষা আরবী ভাষা। হাদিসের ভাষা আরবী ভাষা। আল্লাহর ভাষা আরবী ভাষা। আমাদের নবীজির মাতৃভাষা আরবী ভাষা। এছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ ক'টি দেশের মাতৃভাষা আরবী ভাষা। ইত্যাদি নানাবিধ কারণে যারা কম্পিউটার
ব্যবহার করে থাকেন তাদেরকে কখনো কখনো আরবী ভাষায় লেখা-লেখি করতে হয়। অনেকের আরবী টাইপিং পদ্ধতিযানা না থাকার কারণে আরবীতে লিখতে পারছেন না। ধারণা করা হয় যে, আরবীতে লিখতে হলে বিশেষ কোনো প্রোগ্রামের দরকার পড়ে। কিন্তু আসলে তা নয়। আপনার সাধারণ ইউন্ডোজ এক্স-পি দিয়েই খুভ সহজে আপনার কম্পিউটার থেকে আরবীতে
যা খুশি লিখতে পারেন। সে জন্য আপনাকে কম্পিউটারের কিছু সহজ সেটিং
পরিবর্তন করে নিতে হবে।
> প্রথমেই ষ্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যান।
> কন্ট্রোল প্যানেল থেকে রেজিওনাল এন্ড লেঙ্গোয়েজ ওপশন এ ডাবল ক্লিক করুন অথব তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে সেখান থেকে ওপেন সিলেক্ট করে ওপেন করুন।
> লেঙ্গোয়েজ এ ক্লিক করুন।
> ইনষ্টল ফাইলস ওর কম্প্লেক্স স্ক্রিপ্ট এর খালি ঘরে টিকমার্ক করুন।
> সিডি/ ডিভিডি ড্রাইভে এক্স-পি এর সিডি প্রবেশ করান।
> এপ্লাই বাটনে ক্লিক করুন।
কিচুক্ষণ অপেক্ষা করুন। খালি ঘরটা কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে।
> এবার ওকেতে ক্লিক করুন।
> কম্পিউটার রিষ্টার্ট করুন।
> এম এস ওয়ার্ড ওপেন করে তার কার্যকরিতা পরীক্ষা করে নিন।
> কি-বোর্ড থেকে আল্ট+শিফ্ট এক সাথে চাপুন।
> লক্ষ করে দেখুন আপনার কম্পিউটারের কার্সর এর উপরের দিকে কিছুটা পরিবর্তন এসেছে।এবার টাইপ করতে থাকুন। আশা করি আপনি এখন আরবীতে লিখতে স্বক্ষম হবেন।
উপকারে আসলে ভাল লাগবে।
অনাবীল শান্তির কোমল ছোঁয়ায় যেনো ভরে থাকে আপনার স্বপ্নিল জীবন এই কামনায় ---------।