বহুদিন
ধরে এক ধানাই পানাই শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে পড়ছি। তা হল মাদার
তেরেসা, বিল ফেটস, ফ্লোরেন্স নাইটিংগেল উনারা কি জাহান্নামে যাবেন ? অনেক
মুসলমানেরর মুখে আমি এরকমও শুনেছি যে মাদার তেরেসা যদি জাহান্নামে যায়
তাইলে আমিও জাহান্নামে যাব। আমি এখন ইসলামি শরীয়তে এই মহান ব্যক্তিত্যদের
ভাল কাজ গুলি নিয়ে
আলোচনা করবো। ফ্লোরেন্স নাইটিংগেল, মাদার তেরেসা উনারা অবশ্যই এই দুনিয়ার জীবনে অনেক অনেক ভাল কাজ করেছেন। কোন বিধর্মী এদের মধ্যে মুশরিক হোক, আহলে কিতাবধারী হোক, নাস্তিক হোক উনারা এই দুনিয়ার জীবনে যত ভাল কাজ করবেন এই কাজের প্রতিদান আল্লাহ সুবহানাতায়ালা তাদেরকে দুনিয়ার জীবনেই দিয়ে দিবেন। দুনিয়ার জীবনে
এই মহান ব্যক্তিত্যের অধিকারীদের কে আল্লাহ সুবহানাতায়ালা অনেক সম্মান, খ্যাতি, অর্থ দিবেন। এবং পরিশেষে মৃত্যুর আগে তাদের মৃত্যু যন্ত্রণা একদম লঘু করে দেবেন। অর্থ্যাৎ মৃত্যুর সময় মুসলামানদের যে একটা কষ্ট হয় এই কষ্ট টা আল্লাহ সুবহানাতায়ালা উনাদের কে দিবেন না। এই ভাল মনের অমুসলিম দের মৃত্যু হবে খুব আরামে। অর্থ্যাৎ দুনিয়ার জীবনেই আল্লাহ সুবহানাতায়ালা তাদের সকল সৎ কর্মের প্রতিদান দিয়ে দিবেন। যেন আখিরাতে তাদের কোন ভাল কাজের হিসাব না দিতে হয়। ঈমান বিহীন সৎ কর্মের কোন মূল্য আখিরাতে আল্লাহর কাছে নাই। অনেক আলেম বলেন দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাতায়ালা হচ্ছেন রাহমানু এই রাহমানুতে ৫ টি অক্ষর আছে রা, হা, আলিফ, মিম, নুন। তাই দুনিয়ার জীবনে আল্লাহ সবাইকে নিয়ামত দিবেন, কিন্তু আখিরাতে আল্লাহর নাম হবে রাহিমু। এই রাহিমুতে ৪ টা অক্ষর। রা, হা, ইয়া ও মিম। তাই আখিরাতে আল্লাহর নেয়ামত শুধু মাত্র মুসলমানদের জন্য। আর আখিরাতে শুধু মাত্র মুসলমানদের হিসাব হবে। মুসলমান ছাড়া অন্য সকল ধর্ম এবং নাস্তিকদের কে বিনা হিসাবে জাহান্নামে প্রেরন করা হবে। এখানে বলে রাখি আদম আঃ থেকে শুরু করে সকল নবী রাসূল ইসলামেরই নবী এবং
আলোচনা করবো। ফ্লোরেন্স নাইটিংগেল, মাদার তেরেসা উনারা অবশ্যই এই দুনিয়ার জীবনে অনেক অনেক ভাল কাজ করেছেন। কোন বিধর্মী এদের মধ্যে মুশরিক হোক, আহলে কিতাবধারী হোক, নাস্তিক হোক উনারা এই দুনিয়ার জীবনে যত ভাল কাজ করবেন এই কাজের প্রতিদান আল্লাহ সুবহানাতায়ালা তাদেরকে দুনিয়ার জীবনেই দিয়ে দিবেন। দুনিয়ার জীবনে
এই মহান ব্যক্তিত্যের অধিকারীদের কে আল্লাহ সুবহানাতায়ালা অনেক সম্মান, খ্যাতি, অর্থ দিবেন। এবং পরিশেষে মৃত্যুর আগে তাদের মৃত্যু যন্ত্রণা একদম লঘু করে দেবেন। অর্থ্যাৎ মৃত্যুর সময় মুসলামানদের যে একটা কষ্ট হয় এই কষ্ট টা আল্লাহ সুবহানাতায়ালা উনাদের কে দিবেন না। এই ভাল মনের অমুসলিম দের মৃত্যু হবে খুব আরামে। অর্থ্যাৎ দুনিয়ার জীবনেই আল্লাহ সুবহানাতায়ালা তাদের সকল সৎ কর্মের প্রতিদান দিয়ে দিবেন। যেন আখিরাতে তাদের কোন ভাল কাজের হিসাব না দিতে হয়। ঈমান বিহীন সৎ কর্মের কোন মূল্য আখিরাতে আল্লাহর কাছে নাই। অনেক আলেম বলেন দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাতায়ালা হচ্ছেন রাহমানু এই রাহমানুতে ৫ টি অক্ষর আছে রা, হা, আলিফ, মিম, নুন। তাই দুনিয়ার জীবনে আল্লাহ সবাইকে নিয়ামত দিবেন, কিন্তু আখিরাতে আল্লাহর নাম হবে রাহিমু। এই রাহিমুতে ৪ টা অক্ষর। রা, হা, ইয়া ও মিম। তাই আখিরাতে আল্লাহর নেয়ামত শুধু মাত্র মুসলমানদের জন্য। আর আখিরাতে শুধু মাত্র মুসলমানদের হিসাব হবে। মুসলমান ছাড়া অন্য সকল ধর্ম এবং নাস্তিকদের কে বিনা হিসাবে জাহান্নামে প্রেরন করা হবে। এখানে বলে রাখি আদম আঃ থেকে শুরু করে সকল নবী রাসূল ইসলামেরই নবী এবং
উনাদের সঠিক অনুসারীরা সবাই মুসলমআন ছিলেন। অনেক হিন্দু
ছেলের মুখে শুনে আপনি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছেন তাই আপনি মুসলমান হয়ে
গেছেন। তাইলে আল্লাহ সুবহানাতায়ালা আমাকে কেন হিন্দুর ঘরে জন্ম দিল ?
আল্লাহ সুবহানাতায়ালা চাইলে তো পারতেন আমাকে মুসলমান ঘরে জন্ম দিতে। তাইলে
তো আর আমি জাহান্নামে যেতাম না। আমি এর উত্তরে বলব আমাদের পূর্ব পুরুষরা
তো জন্ম থেকে মুসলমান ছিলেন না। অনেকে হিন্দু ছিলেন অনেকে বৌদ্ধ বা জৈন
ধর্মের অনুসারি ছিলেন। ইসলাম যখন ভারত বর্ষে আসছে তখন না উনারা মুসলিম
হয়েছিলেন। ঠিক এরকম তুমিও মোসলমান হয়ে যাও। তাছাড়া ইউরোপ মহাদেশে তো
প্রতিদিনই প্রচুর খ্রিষ্টান, ইহুদী ও নাস্তিকরা মুসলমান হচ্ছে। তারা হতে
পারলে তুমি কেন হতে পারবা না ?
সংগ্রহ by "Bashir Mahmud Ellias"