Contact

19 comments:

  1. এটা একটু দারুন ইসলাম ধর্মীও অয়েব সাইড। আমি খুব খুশি হলাম এমন একটি সাজান ওয়েব দেখে। আমি আরও খুশি হতাম যদি আমাদের সুবিধার জন্য একটি লাইভ চেটিং এর ব্যাবস্থা থাক্ত।
    আল্লাহ সবাইকে মঙ্গল করুন। আমিন ।

    ReplyDelete
  2. ami ekti prosno korechi 10 minit opekkha korchi. kintu uttor paini.. mane ami bolte cacchi koto somoy por uttor pawya somvob

    ReplyDelete
  3. আসসালামু আলাইকুম,
    বোন, আমরা প্রশ্ন পাওয়ায়ার পর সঠিক উত্তর বের করি, এবং তা হয়ে গেলে আপনার প্রেরিত মোবাইল নাম্বারে SMS পাঠিয়ে দি। তারাহুরা করে আমরা ভুল উত্তর দিতে আমরা পারবনা। তাই একটু অপেক্ষা করুন। আপনাকে ধন্নবাত।

    ReplyDelete
  4. যারা ইমাম আবু হানিফা (রহ) এর মাসআলা গ্রহণ করেন, তারা কি তাহিয়্যাতুল মসজিদ পড়েন???

    ReplyDelete
  5. নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন... উত্তর পেয়ে যাবেন।
    http://islamdharmo.blogspot.com/2015/01/blog-post_76.html

    ReplyDelete
  6. সাহাবী যতক্ষন নামাজ পড়েছেন রাসুলুল্লাহ সাঃ খুৎবা বন্ধ রেখেছিলেন এটা কি হাদিসে আছে ?

    ReplyDelete
  7. ভাই আমি চেস্টা করেছি সত্য প্রকাশ করার, আর সবাই যদি সব কথা মেনে নিত, তাহলে আর আমাদের Unity এর জন্য মেহনত করার প্রয়োজন হতো না। আর আমি যদি এক পক্ষিও কথা বলতাম তাহলে বলতে পারতাম, এবং কিছু সংখ্যক হাদিস দিয়ে এটা প্রমাণ করতাম। কিন্তু আমি সেটা করিনি, আমি সব হাদিসের দিকে লক্ষ রেখেছি। আর যদি আমি আমার পোস্টে কোন ভুল করে থাকি তবে আল্লাহ পাক দেখবেন।।। যাই হোক আমার আগের কমেন্টা আবার পড়ুন না হলে নিচের হাদিসটির দিকে লক্ষ রাখুন, এখানে টিকায় কি বলা হয়েছে একটু দেখুন, টিকাটি সত্য কি মিথ্যা সেটি জাচাই করার ক্ষমতা আমার নেই। যদি আপনি যা্চাই করতে পারেন তাহলে করুন, আমার কোর আপত্তি নেই।।। তিনমিজি শরীফ, ইসলামিক ফাউন্ডেশন।।। আল্লাহ আমাদের বুছার তৌফিক দান করুন। হাদিস দেখতে এই লিঙ্ক এ জান -

    ReplyDelete
  8. নুরুল ইসলাম29 December 2015 at 23:19

    বগসাইড টি খুব ভাল লাগল কিন্তু এটি ব্লগের সাইড না দেখিয়ে নিসস্ব সাইড দেখালে ভাল লাকত

    ReplyDelete
  9. Siratul Mustakim সিরাতুল মুস্তাকিম29 December 2015 at 23:22

    নুরুল ইসলাম ভাই। আপনার কথাটা ভাল লাগল। আমরা ইনশাআল্লাহ চেস্টা করব। আর বানান একটু ভুল ছিল আপনার। কিন্তু আমরা বুঝে নিয়েছি।

    ReplyDelete
  10. হাসানুল ইসলাম19 February 2016 at 22:20

    আসসালামু আলাইকুম, পেজ গুলি ভিজিট করে আমার অনেক ভাল লেগেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক দিন ধরে এই ওয়েব সাইড টি ভিজিট করি। আমার খুব ভাল লাগে। আজ আরও ভাল আকছে আপনাদের একটি নতুন সংযোগ দেখে। সাগর সাহেব আমার ও খুব প্রিয় একজন ব্যাক্তি, আমি তাকে টিভি তে দেখেছি। সরাসরি তার বক্তব্য শোনার কোনদিন সুযোগ হবে কিনা জানিনা। আমি কলকাতা থাকি। আমি অপেক্ষায় আছি তার মাহফিল দেখার জন্য।

    ReplyDelete
  11. ০১। আল কোরআনে বর্ণিত জান্নাতের নাম কয়টি ? দলিল সহ।
    ০২। আল কোরআনে বর্ণিত নবী-রাসুলদের মধ্যে নবী কয়জন? ও রাসুল কইয়জন? সর্বপ্রথম নবি কে? সর্বপ্রথম রাসুল কে? সর্বশেষ নবী কে? সর্বশেষ রাসুল কে?
    ০৩। আল্লাহ্‌ তায়ালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? দলিল সহ?

    ReplyDelete
  12. ভাই উত্তর কিন্তু পাচ্ছিনা

    ReplyDelete
  13. keu jodi bibaher por jina kore tar toba kobul hobe ki

    ReplyDelete
  14. আমার প্রশ্ন তাবলিগ নিয়ে.
    ১। এর দ্বারা কি সওয়াব উদ্দেশ্য?? সহজ উত্তর না।
    # কিন্তু তারা এর দ্বারা সওয়াব উদ্দেশ্য করে।
    ২। এর দ্বারা কি দ্বীনের কোনো ক্ষতি হচ্ছে??? সহজ উত্তর না।
    # কিন্তু তারা ইসরামের অর্থনিতী, সমাজিক মুল্লবোধ, আল-আমরু বিল মারুফ ও নাহি-আনিল মুনকার এর মত গুরুত্বপূর্ণ বিষয়কে এরিয়ে যায়।
    # তাদের আমির আছেন জারা মাথা মুন্ডানো। 2008 সালে এসতেমার ময়দান হতে সরাসরি আওয়ামিলগকে সমর্থন করা।
    # আল্লাহর রসূলের সাহাবা গণ ইসলাম পতিষ্ঠার পর কখনই স্ত্রীহীন অবস্থায় লম্বা সফরে যেতেননা।
    # মসজিদর উদ্দেশ্যে সফরের বেফারে আল্লাহর রসূলের হাদিস রয়েছে।
    # এখন অবদি যত ইসলাম বিরোধী কাজ হয়েছে, তারা কখনই এর বিষয়ে কোন প্রতি বাদ জানায়নি।
    **এরকম আরো অনেক বিষয় রয়েছে।সুযোগ হলে আস্তে আস্তে তুলে ধরবো।
    থুল হলে সুধরিয়ে দিবেন।

    ReplyDelete
  15. আসসালামু আলাইকুম ওয়া রকমাতুল্লাহি ওয়া বরাকাতুহু
    আমরা প্রশ্ন হল;
    আমি ফরজ নামেজের নিয়ত করে নামাজ শুরু করলাম,অন্য একজন মুসল্লি আমাকে সামনে নিয়ে ডানে জামাত সহই দারিয়ে আমার সাথে জামায়াত সহই নামাজ আদায় করলনে। কিন্তু আমি জামায়াতের নিয়ত করি নি এমন অবস্থায় আমার তাকবীর এবং কেরাত জোরে করবো না আস্থে করব,এমন অবস্থায় আমার করনিও কি? জানাবেন প্লিজ।

    ReplyDelete
    Replies
    1. যেহেতু আপনি নিজে জামায়াতের নিয়তে নামাজ শুরু করেন নি, সেহেতু আপনি আপনার মত নামাজ আদায় করবেন। নামাজের মধ্যে নিয়ত পরিবর্তন করা যায় না। আর একাকি নামাজে জোড়ে কিরাত পড়া সাথে ইকমত দিয়ে শুরু করা উত্তম তবে জরুরি না।

      আল্লাহই ভালো জানেন।

      Delete
  16. ভাই বাংলা হাদিসের অনুবাদ চাই

    ReplyDelete
  17. Able hadis ki ball na kharap akto janaben

    ReplyDelete
  18. Able hadis ki ball na kharap akto janaben

    ReplyDelete

Thanks for comments